
মুনসুর হেলাল, সাতক্ষীরা
সুন্দরবনে মাছ শিকারে গিয়ে জলদস্যুদের হাতে অপহৃত ১৪ জন জেলে মুক্তিপণ পরিশোধের মাধ্যমে বাড়ি ফিরেছেন। তবে মুক্তিপণ কম হওয়ায় ছয়জন জেলে এখনও জলদস্যুদের জিম্মায় রয়েছেন।
ফিরে আসা জেলেরা জানান, আট সদস্যের জলদস্যু দল নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের আটক করেছিল। প্রত্যেক জেলে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ প্রদান করেছে। ইব্রাহিম, দিলীপ ও উজ্জ্বল ৪০ হাজার টাকা করে, আর আইয়ুব আলী, আশিকুর ও হাফিজুর ২৫ হাজার টাকা করে দিয়েছেন।
জেলেদের অভিযোগ, মুন্সিগঞ্জের মৌখালী গ্রামের সফিকুল (ভেটো সফিকুল) ও আতিউরডহর গ্রামের শাহাজান এই জলদস্যু দলের নেতৃত্ব দিচ্ছেন। মুক্তিপণ কম হওয়ায় রাজেত আলী ছাড়া হননি। এছাড়া মীরগাং গ্রামের মজিবুর ও হরিনগর গ্রামের নজরুল ইসলামসহ ছয়জন জেলে এখনও বন্দি রয়েছেন।
স্থানীয় বন বিভাগ জানায়, ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে জেলেরা সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। ২২ জানুয়ারি রাতে মামুন্দো, চুনকুড়ি ও মালঞ্চ নদী এবং কলাগাছিয়া খাল থেকে অস্ত্রের মুখে জলদস্যুরা তাদের অপহরণ করে। পরে বিকাশ নম্বর ব্যবহার করে মুক্তিপণের দাবি জানানো হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন জানান, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে, তবে মুক্তির তথ্য তারা লোকমুখে জানতে পেরেছেন।