
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক, সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল আব্দুল কবির, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পেশাজীবি কমিটির সভাপতি মোহাম্মদ কবীর উদ্দিন ও জামায়াত নেতা কাজী নুরুল হক।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এডভোকেট ইয়াসিন খাঁন বলেন, “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থী হিসেবে মাঠে নিরলসভাবে কাজ করছি। এতে এলাকার ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী জোট হয়েছে। এসব জোটের প্রধান দল হিসেবে আমি মনোনয়ন পাবো বলে আশাবাদী।”