
মঞ্জুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমীর উদ্যোগে মঞ্চ নাটক “পুতুলের বিয়ে” মঞ্চায়িত হয়েছে। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমীর অডিটোরিয়ামে এই নাটক প্রদর্শিত হয়।
নাটকটি রচনা করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নির্দেশনা দিয়েছেন সাহানা মনির, আর অভিনয় করেছেন একাডেমির শিশু শিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা, পূর্ণিমা, দেবনাথ, অনুশ্রী বিশ্বাস ও জুথি। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন চিন্ময় সূত্রধর রিপন। নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হলো শিশুকালের পুতুল খেলার মাধ্যমে ছোটবেলার স্মৃতিচারণ, যেখানে জাতি, ধর্ম বা বর্ণের কোনো বিভাজন নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক উম্মে হানি মলি, দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শেফালী পারভিন, সুব্রত পাল, আব্দুল বাতেন, মুসা হাসেমীসহ বিভিন্ন শ্রেণির জনসাধারণ।
নাটক শেষে বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “নাটক সমাজের দর্পণ। অতীতে বেলকুচিতে প্রচুর মঞ্চ নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হতো, কিন্তু আজ অপসংস্কৃতির কারণে এ ধরনের অনুষ্ঠান কমে গেছে। আগামীতে আরও বেশি মঞ্চায়ন করে বেলকুচির সংস্কৃতিকে অটুট রাখার আহ্বান জানাই।”
নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।