
মনজুরুল ইসলাম
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৪নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামান্যপাড়া এলাকায়, মরহুম মাজেম মেম্বারের বাড়ির সামনে বুচনা মার্কেটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বিপ্লব।
প্রধান অতিথি ছিলেন মোঃ আমিরুল ইসলাম খান আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী বিভাগ এবং বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক নেতা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতিতে অবদানের প্রশংসা করেন। তারা বলেন, তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে। বক্তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান।
আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।