
সিরাজগঞ্জ চেম্বারের নবনির্বাচিত পরিচালককে মেহেদী হাসান সাবিতের ফুলেল শুভেচ্ছা
মোঃ মাফিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাওয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ও সংগঠনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সাবিত।
রবিবার বিকেলে শহরের একটি আনুষ্ঠানিক পরিসরে নবনির্বাচিত পরিচালকের হাতে ফুলের তোড়া তুলে দেন সাবিত। শুভেচ্ছা জানাতে এসে তিনি নবনির্বাচিত পরিচালকের সফল ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন।
তিনি বলেন, “চেম্বারের সামগ্রিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনায় নতুন পরিচালক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা সিরাজগঞ্জের ব্যবসায়িক পরিবেশকে আরও এগিয়ে নেবে।”
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে হাজী আব্দুস সাওয়ার কৃতজ্ঞতা জানান এবং ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “জনগণ ও ব্যবসায়ীদের আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”