
মো:রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
গতকাল বগুড়ার নরুইল পীরগাছা সড়কে সিএনজি ও অটোর সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।