
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নাটোরের সান্তাহার রেলওয়ে স্টেশনে ১৩ নভেম্বর ২০২৫ ইংরেজি, এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২নং প্লাটফর্মের উত্তরে বটগাছের নিচে ছিনতাইয়ের চেষ্টা চলাকালীন উপস্থিত জনতা দুইজনকে আটক করে। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন মোঃ ইমন (২০) ও মোঃ শাকিল (২১)। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নং-০১, তারিখ-১৩/১১/২৫, ধারা-৩৯২ পেনালে কোড রুজু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পূর্বে একাধিক ছিনতাই ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা এই ধরনের ঘটনা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।