
মাহমুদ হাসান রুবেল:
শৈলকুপা উপজেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বিকেলে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারের পাশে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপির একাংশ।
এতে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ভোট পাবার জন্য অনেকে তাদের নীতি বিসর্জন দিয়ে চলেছে।
নির্বাচন পেছানো নিয়ে ব্যঙ্গ করে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, যাদের পরীক্ষার প্রস্তুতি ভালো না তারাই পরীক্ষা পেছানোর চেষ্টা করছে। কিন্তু এই ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে।
হুশিয়ারি দিয়ে তিনি বলেন সংস্কারের কথা যারা বলছেন তাদের বলি এই সংস্কার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালেই তার ৩১ দফার মধ্যে ঘোষণা করেছেন। অতএব ঘোষনা অনুয়ায়ী আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে।দলীয় মনোনিত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন দল যদি তাকে মনোনয়ন দেন তবে তিনি বিপুল ভোটে ঝিনাইদহ -১ শৈলকুপা আসন থেকে বিজয়ী হবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড জাকারিয়া মিলন ও ইবি ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমানসহ অন্যান্যরা।
সমাবেশে উপজেলার ১৪ টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে বক্তারা, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তার এই বার্তা তৃণমূলের জনগণের নিকট পৌঁছে দিতে সকলকে আহবান জানান।