
মাহমুদ হাসান রুবেল
উপজেলা প্রতিনিধি, শৈলকুপা
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা শহর থেকে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সিএমভি সড়কের উন্নয়নকাজ সম্প্রতি শুরু হয়েছে। প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই জনগুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পটি শুরু হতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের সাব-বেজ নির্মাণে নিম্নমানের খোয়া ও আধলা ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে গুরুতর শঙ্কা তৈরি করেছে। প্রকাশ্যে দিবালোকে কাজ চললেও কার্যকর তদারকির অভাব স্পষ্টভাবে চোখে পড়ছে বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পটির কাজের দায়িত্বে রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঠিকাদার মাসুম মিয়া। এ বিষয়ে তার বক্তব্য জানতে আমার সকাল ২৪–এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসীর দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় নিম্নমানের ইট ও মাটি ব্যবহার করে সড়কের কাজ করা হচ্ছে। এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাধারণ মানুষের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে সরাসরি তদারকি করলে এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ সম্ভব হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।