
ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও শিবচর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আবুল বাসার সিদ্দিকীর নিজ বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবুল বাসার সিদ্দিকী।
এসময় আরও উপস্থিত ছিলেন—জহের গোমস্তা, শাহাদাত কমিশনার, সোহেল রানা, ময়নিন ব্যাপারী, মাসুম গোমস্তা, শাহিন গোমস্তা, হিমেল মাতব্বর, রাহাত মল্লিক, হেমায়েত খান, মিলন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার রাষ্ট্র পরিচালনা করে তিনি গণতন্ত্র ও জাতীয়তাবাদের রাজনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করান।
বক্তারা আরও বলেন, চার দশকের রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।