
স্টাফ রিপোর্টার: শ্রী মোহন চন্দ্র
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ৩:৩০ মিনিটে ইটবোঝাই একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহতদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে চারজনকে অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।