মোহাম্মদ রিদয় হোসেন
যশোর জেলা প্রতিনিধিঃ শার্শা উপজেলাধীন নাভারণ কাজিরবেড় এলাকা থেকে আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল্লাহ উপজেলার সরদার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।তারিখঃ১৪.১০.২০২৫
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আব্দুল্লাহর পিতা ইউনুস আলী জানান, গত ১০ অক্টোবর বেলা ১১টার দিকে আব্দুল্লাহ জীবিকার তাগিদে অন্যদিনের ন্যায় মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ওইদিন কোথাও কোন সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী করি।
আজ মঙ্গলবার ভোরে জানতে পারি, আমার ছেলেকে পাওয়া গেছে। পরে কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ভিতরে টিনের বড় একটি বাক্সে থাকা আব্দুল্লাহর লাশটি শনাক্ত করি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শার্শা থানার ওসি আব্দুল আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ভ্যানটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। এঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।