ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার একটি নির্মাণাধীন বাড়ি থেকে শার্শা উপজেলার নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানা (২১)-এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভ্যানের জন্য দুর্বৃত্তরা তাকে ফাঁস দিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী এলাকায় আফিল মুরগী ফার্মের পাশে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির কক্ষের জানালার সাথে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের জানান, লাশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি গ্রামবাসীর নজরে আসে এবং তারা থানায় খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের পিতা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদ জানান, গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে তার ছেলে ভ্যানসহ নিখোঁজ হয়। পরের দিন শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি দাবি করেন, ভ্যান ছিনিয়ে নিতে তার ছেলেকে নিজ ভ্যানের দড়ি দিয়ে ফাঁসিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, “লাশ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”