
মোঃ ফারুক সরকার উপজেলা প্রতিনিধি (বগুড়া )
বগুড়া জেলা, শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ি এক অভিযানে একাধিক মামলার আসামি মো. সিহাব পোদ্দার (২৪) কে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল ৪:৩০ মিনিটে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড, শাকপালা জিয়া মার্কেটের সামনে থেকে আটক করা হয়।
অভিযানকালে পুলিশের হাতে উদ্ধার হয়—
একটি ধারালো বার্মিজ চাকু
একটি স্টিলের এক্সটেন্ডেবল ব্যাটন
একটি কালো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
একটি রেজিস্ট্রেশনবিহীন SUZUKI জিক্সার মোটরসাইকেল
গ্রেফতারকৃত সিহাব পোদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যে মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো—
নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা
অপহরণ ও চাঁদাবাজি মামলা
মারামারি ও হত্যাচেষ্টা মামলা
অস্ত্রসহ হামলা মামলা
চাঁদাবাজি মামলা
হত্যা মামলা
পুলিশ জানায়, সিহাব দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারের পর তাকে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।