বগুড়া জেলার শাজাহানপুরে গরু চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি মূল্যবান গরু।
পুলিশ জানায়, গত ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২টার দিকে শাজাহানপুর থানাধীন আমরুল ইউনিয়নের নগর আমরুল উত্তর পাড়ার বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার (৬৫) তার তিনটি গরু গ্রামের একটি পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে বেঁধে রেখে বাড়ি ফেরেন। পরে দুপুর ১টার দিকে সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার একটি কালো রঙের গাভী (যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) চুরি হয়ে গেছে।
ঘটনার পরপরই আব্দুস সাত্তার শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে ধুনট থানা এলাকা থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়। এ সময় গরু চুরির অভিযোগে মোঃ সোহেল (৩০), পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং- ফুলকোট মধ্যপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া—কে গ্রেফতার করা হয়।