
বগুড়া প্রতিনিধি: মোঃ ফারুক সরকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করতে শাজাহানপুরে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুব ও ছাত্রদলের নেতা-নেত্রীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
গণসংযোগে দলীয় প্রচারণামূলক লিফলেটও বিতরণ করা হয়।