কামরুল ইসলাম, ক্রাইম রিপোর্টার আমার সকাল ২৪
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযানে ৬৬ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে চেকপোস্টে টহল জোরদার করা হয়।
এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামানো হলে চালক নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০), পিতা মোহাম্মদ হোসাইন, ফুলের ডেইল দক্ষিণ হ্নীলা, টেকনাফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভেতর বিশেষভাবে লুকানো ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনে বিজিবি তাদের তৎপরতা অব্যাহত রাখবে।