
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: আরিফ হাসান গজনবী
বাগেরহাটের রামপাল উপজেলায় চার মাস ধরে পলাতক থাকা ডাকাতি মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব–৬। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে রামপালের গৌরম্ভা এলাকা থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. নান্নু শেখ (৪৭), পিতা আজগার আলী শেখ, গ্রাম কাষ্ঠবাড়িয়া, এবং কামরুল ইসলাম শেখ (৪৮), পিতা মো. শাহাজউদ্দিন শেখ, গ্রাম চিত্তা।
র্যাব সূত্র জানায়, তারা ৩০ আগস্ট ২০২৫-এ রামপালের চিত্রা এলাকায় মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকা তাদের র্যাব উদ্ধার করে রামপাল থানায় হস্তান্তর করেছে।
রামপাল গৌরম্ভা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাছানুর রহমান জানান, এই মামলায় এর আগে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত দুইজনকে রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।