1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান - আমার সকাল ২৪ |
৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ১:৫৫|
ব্রেকিং নিউজ:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানে সন্তান প্রসব রাজশাহী বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি রাজশাহীতে ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১ শ্রমিকদের চাকুরীতে পুনর্বহালের দাবীতে শ্রমিক সমাবেশ ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ, আহত ১৫ কালিহাতীতে ফুলকপির মূল্যে ধস, বিপাকে কৃষকরা ৬৭ দিন পর টানা দুই ম্যাচে জয়ের ধারায় ম্যানচেস্টার সিটি টিকটক বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ, আটক ৬ তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা: শ্বশুরের অতীত নিয়ে চাঞ্চল্য গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ রাজশাহী গোদাগাড়ীতে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি গজারিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান রাস্তা দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি! রাজশাহী পুলিশ লাইন্স ক্যান্টিনের উদ্বোধন করলেন RMP পুলিশ কমিশনার জগন্নাথপুরে জামায়াতের পেশাজীবি শাখার শিক্ষাসফর ২০২৫ নলছিটিতে উপজেলা পরিষদ চত্তরে কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রাজশাহীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না নলছিটিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন

রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫,
রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান
রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান

রাজশাহীতে ২১ কোটি টাকার সংস্কার কাজে অনিয়ম: দুদকের অভিযান

 

রাজশাহী প্রতিনিধি:
মোঃ শাকিল আহামাদ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কার কাজে ২১ কোটি টাকার অনিয়মের অভিযোগে নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ছিলেন দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।

অভিযানের প্রেক্ষাপট

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নগর ভবনে তাণ্ডব চালানো হয়, যা ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার ক্ষয়ক্ষতি করে। এই ক্ষতি পূরণের জন্য শুরু হওয়া সংস্কার কাজগুলোতে নিয়ম-নীতির অনুসরণ না করার অভিযোগে দুদক অভিযান চালায়।

অভিযানের সময় পাওয়া তথ্য

দুদক জানিয়েছে, রাসিকের বেশিরভাগ সংস্কার কাজের ঠিকাদার নির্বাচনের সঠিক কাগজপত্র দেখানো সম্ভব হয়নি। যেসব কাগজ দেখানো হয়েছে, সেগুলো যাচাই করার সময় ঠিকাদারের মোবাইল নম্বর ভুয়া প্রমাণিত হয়েছে। নম্বরটি চাঁদপুরের এক ব্যক্তির, যিনি কোনো ঠিকাদার নন।

প্রকল্পের কাজ ও অভিযোগ

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরের দড়িখড়বোনা এলাকার বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বেশিরভাগ কাজের দায়িত্বে রয়েছেন। ইতোমধ্যে নগর ভবনের রং করার কাজ শেষ হয়েছে, নতুন গ্লাস লাগানো হয়েছে এবং মেয়রের দপ্তর সংস্কারের জন্য ৫০ লাখ টাকার কাজ চলছে। তবে এসব কাজের কোনো টেন্ডার হয়নি এবং “কোটেশন মেথড” অনুসরণের দাবি করা হলেও কাগজপত্র সঠিক নয়।

দুদকের পর্যবেক্ষণ

দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, “আমরা ফরিদা ইয়াসিমন, মাইসা এন্টারপ্রাইজ এবং শাহরিন এন্টারপ্রাইজ নামের তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাগজ পেয়েছি। মাইসা এন্টারপ্রাইজের মালিক ইয়াহিয়া খান মিলু। শাহরিন এন্টারপ্রাইজের মালিক হিসেবে এমএম মাহফুজুর রহমানের নাম থাকলেও মোবাইল নম্বর যাচাই করে দেখা যায়, তা একজন ভিন্ন ব্যক্তির।”

তিনি আরও বলেন, “সিটি করপোরেশন তিনটি কাজের ফাইল দিতে পেরেছে, তবে চলমান সাতটি কাজের কোনো কাগজপত্র সরবরাহ করতে পারেনি। কাজগুলোতে সঠিক প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রতিয়মান হয়নি।”

সিটি করপোরেশনের বক্তব্য

রাসিকের (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, “সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে কাজগুলো করছে। তবে কিছু কাগজপত্র এখনও প্রস্তুত করা হয়নি।”

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2024 Amar Sokal 24