মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তদন্ত ওসি মোতালেবের বিরুদ্ধে সাংবাদিক রাজীব আলীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকের পরিবার এবং সহকর্মীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুর ১১টা ৫৯ মিনিটে তদন্ত ওসি মোতালেব তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সাংবাদিক রাজীব আলীকে ফোন দিয়ে বলেন, “তোার বিরুদ্ধে মামলা আছে, তোকে থানায় ধরে এনে মেরে ফেলবো।” রাজীব আলী বর্তমানে দৈনিক মুক্তসকাল, দৈনিক প্রতিদিনের কাগজসহ একাধিক পত্রিকায় কর্মরত।
এই হুমকির ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজীব আলীর পিতা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সরকার, আরএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, রাজীব আলীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে তাকে ১০০ নম্বর আসামি করা হয়েছে। মামলার বাদী তাকে চেনেন না এবং মামলার ঘটনার সাথেও তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি অভিযোগ করেন, মামলাটি দায়েরের পেছনে ‘মামলা বাণিজ্য’ উদ্দেশ্য থাকতে পারে।
বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। তদন্তের একপর্যায়ে বোয়ালিয়া থানার ওসি তদন্ত মোতালেব হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সাংবাদিককে হুমকি প্রদান করেন বলে অভিযোগ।
এ বিষয়ে তদন্ত ওসি মোতালেব বলেন, “মামলার তদন্তের প্রয়োজনে ফোন করা হয়েছিল।”
তবে আরএমপি মিডিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর রাজশাহী নগরীতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাংবাদিক মহল ও সাধারণ নাগরিকরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।