শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ
সুনামগঞ্জের দিরাইয়ে যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী পিতা- পুত্রকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ভারতীয় মদ বিক্রির নগদ ২৯ হাজার ৪শত ৬০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন(২০)। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গোপন সূত্রের ভিত্তিতে প্রায় দু’ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে ভোর পৌনে ৬ টায় শ্যামারচর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। নগদ অর্থ ভারতীয় মদসহ আটককৃতদের দিরাই থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ফুল মিয়া ও তার ছেলে আকিল হোসেন (২০)
দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা
করে আসছে।
স্থানীয়রা বার বার চেষ্টা করেও এ অপকর্ম থেকে তাদেরকে নিভৃত করতে পারেন নি।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার যৌথ বাহিনী অভিযান চালায়। গ্রেফতার ও মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।