
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. রনী খাতুনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গেলাম মরশেদ, ঝিকরগাছা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, শিবির নেতা জাহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভ্যান-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সবুজ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।