
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, যশোর
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি লাশটি ফেলে রেখে দ্রুত সরে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এখন পর্যন্ত মৃত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের এক কোণে পড়ে থাকা অবস্থায় প্রথমে তাকে অচেতন মনে হয়। পরে কাছ থেকে দেখে বুঝতে পারেন, তিনি আর সাড়া দিচ্ছেন না।
মৃত যুবকের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি, পায়ে কিছুই ছিল না। শরীর ভেজা থাকায় ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘক্ষণ পানিতে ছিলেন।
খবর পেয়ে হাসপাতালের কর্মীরা তাকে জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বলেন, “যুবকটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন।”
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, লাশটি কীভাবে সেখানে এল তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এছাড়া পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।