
জামালপুর জেলা প্রতিনিধি: মেহেদী হাসান হাবিব
জামালপুরের মেলান্দহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মেলান্দহ অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি শাখা এবং হাজরাবাড়ী পৌর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করে ব্যানার ও ফেস্টুন হাতে শোক মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন। বিকেলের দিকে অডিটোরিয়াম প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে বয়সী নেতা-কর্মী ও সাধারণ মানুষের আবেগঘন উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক অধিকার আদায়ের আপোষহীন কাণ্ডারি। তার মৃত্যুতে দেশ এক অভিভাবক হারিয়েছে। তার ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
স্মরণ সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামিয়তুল উলামা মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা সামউদ্দিন সাব। দোয়া চলাকালীন হাজার হাজার মানুষের আবেগপ্রবণ উপস্থিতি নজরকাড়া; অনেকেই অঝোরে কাঁদেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে অনুষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মেলান্দহে সাম্প্রতিক সময়ে এটি ছিল অন্যতম বৃহত্তম এবং সুশৃঙ্খল শোক সমাবেশ।