
চাঁদপুর, ২৫ ডিসেম্বর (স্টাফ রিপোর্টার):
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দুটি লঞ্চ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, উদ্ধার কাজ চলছে; মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
জানা গেছে, রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে ঢাকা উদ্দেশে যাওয়া এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ দুটি ঘন কুয়াশার মধ্যে পড়ার কারণে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর এডভেঞ্চার-৯ বরিশালের দিকে এবং জাকির সম্রাট-৩ ঢাকার দিকে যাত্রা শুরু করে। চাঁদপুরে জাকির সম্রাট-৩ লঞ্চ ভেড়ানোর চেষ্টা করার সময় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং লঞ্চে আগুন ধরানোর হুমকিও দেন। নিরাপত্তাজনিত কারণে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
চাঁদপুর নদী বন্দরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঝালকাঠি অতিরিক্ত সহকারী পুলিশ সুপার বাইজিদ ইবনে আকবর জানিয়েছেন, এডভেঞ্চার-৯ লঞ্চকে আটক করা হয়েছে।