
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ভবেরচরস্থ থানার নতুন গেট থেকে শুরু হয়ে বাসষ্ট্যান্ড হয়ে পুরনো থানার গেটে এসে সমাপ্ত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাতের নেতৃত্বে মিছিলে অংশ নেন তারেক সরকার, মারুফ মিয়াজী, সুমন বেপারী, বাবু সরকার, শরীফ হোসেন, সোহাগ হোসেন, সুলতান শেখ, মাসুদ রানা প্রমুখ।
মহিবুর রহমান রিফাত বলেন, “উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক জসিম উদ্দিন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।”
উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে জসিম উদ্দিনের উপর হামলা চালানো হয়। হামলায় জসিম উদ্দিনের মামাতো ভাই মুরাদও আহত হন।