
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক ও নারীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া স্ট্যান্ড থেকে শুরু হওয়া লিফলেট বিতরণে শতাধিক নেতা-कार्यকর্তা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বলেন, বিএনপির নেতৃত্বেই কৃষক ও নারীর ভাগ্যোন্নয়ন সম্ভব এবং তাদের উন্নয়নের মধ্য দিয়ে দেশের স্বপ্নের ভবিষ্যত তৈরি হবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কৃষকদল, যুবকদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিষয়ে জানানো হয় এবং মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পরিচিতি তুলে ধরে ভোটে সমর্থনের আহবান জানানো হয়।