
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল সোমবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন—
১) দিপন মল্লিক (৫৩), পিতা: খগেন্দ্র চন্দ্র মল্লিক, ডেমরা, ঢাকা
২) হাচান মোল্যা (৪৬), পিতা: মোহাম্মদ মোল্লা, বন্দরখোলা, শিবচর
৩) টগর (৩৪), পিতা: হাচন আলী, সুরিখোলা, চান্দিনা, কুমিল্লা
সহকারী পুলিশ সুপার জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় গরু ব্যবসায়ী রাজন মল্লিক ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে গুরুতর আহত করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতচক্র। ঘটনার পরই একটি বিশেষ টিম গঠন করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে। এ সময় ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের শনাক্তে অভিযান চলছে।