বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর আধারঘাট এলাকায় শনিবার (১১ অক্টোবর) মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয় ও শাজাহানপুর থানা পুলিশ।
অভিযান চলাকালে আলম ও বাসেদ নামে দুইজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে এক মাদক বিক্রেতাকে হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।