
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, বামনবারিয়া:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে আখাউড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন বঞ্চিত কবীর আহমেদ ভূঁইয়ার সমর্থনে বুধবার সন্ধ্যায় পৌরসভার নারায়ণপুর বাইপাস এলাকায় মিছিল করা হয়। মিছিলে কয়েকজন অংশগ্রহণকারী গায়ে সাদা কাপড় জড়িয়ে অংশ নেন।
মিছিল শেষে বাইপাস মোড়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসীন ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানী এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা।
বক্তারা দাবি করেন, বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দিতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি নেয়া হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।