(শেখ তাইজুল ইসলাম, মংলা প্রতিনিধি)
বাগেরহাটের মংলার জয়মনি এলাকায় পশুর নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত জেলের নাম হাসান শেখ (২১)। আহতরা হলেন—মিলন শেখ (৩০), হাফিজুর সানা (৩১) ও বাদশা সানা (৩৫)।
রবিবার বিকেল প্রায় তিনটার দিকে হারবাড়িয়া এক নম্বর বয়ার নিচে ইলিশ ধরছিলেন তারা। এসময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত হলে নৌকার উপর বজ্র নেমে আসে। ঘটনাস্থলেই হাসান নদীতে পড়ে যান, অন্যরা গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
পরে আশেপাশের জেলেরা তাদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।