শেখ তাইজুল ইসলাম
মংলা প্রতিনিধি, আমার সকাল ২৪
মংলা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চিলা-জয়মনি মহাসড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় ২০ কিলোমিটার এই সড়কে অসংখ্য খানাখন্দে ভরপুর, যা বিশেষ করে বর্ষায় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
এই সড়ক দিয়ে সুন্দরবন থেকে মাছ, কাকড়া, মধু সরবরাহ করা হয়। এছাড়া মংলার সাইলো থেকে আমদানি-রপ্তানি হওয়া পণ্য পরিবহন করা হয়। প্রতিদিন ইপিজেড ও গার্মেন্টসে কর্মরত প্রায় ১০ হাজার শ্রমিক এই রাস্তায় যাতায়াত করেন।
স্থানীয় ইজিবাইক চালক মো. ইমদাদুল শেখ অভিযোগ করেন, আধা ঘন্টার পথ পার হতে অনেক সময় দেড় ঘন্টা পর্যন্ত লেগে যায়। মাঝপথে যাত্রী নামিয়ে দিতেও হয়, যানবাহনেরও প্রায়ই ক্ষতি হয়।
চিলা এলাকার মাছ ব্যবসায়ী মো. আলম শেখ বলেন, শত শত টন মাছ এ সড়ক দিয়ে সরবরাহ হয়, অথচ সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. নাবিদুল ইসলামও জানান, বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।