ইমন রহমান
ভোলা প্রতিনিধি
ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক সদস্যের বিরুদ্ধে। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে সংবাদ সংগ্রহের সময় গ্লোবাল টেলিভিশনের অনিক আহমেদ ও এশিয়ান টিভির মহিউদ্দিন এই দুর্ব্যবহারের শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এ ঘটনায় ভোলার স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ওপর এমন আক্রমণ বরদাস্তযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনও ঘটনাটির তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে কোস্টগার্ড দক্ষিণজোনের মিডিয়া ইনচার্জ মো. রায়হান জানান, ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।