
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মাদ্রাসা মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি তার বক্তব্যে বলেন, “দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক মুক্ত উন্নয়নশীল মডেল সালথা-নগরকান্দা গড়ে তোলা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন—
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার
সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ
সালথা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ
সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান
মোঃ জাহিদ মাস্টার, মোঃ হাবিবুর রহমান (লাভলু), মোঃ এনামুল হোসেন (তারা মিয়া)
সাবেক গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির মোল্লা
সাবেক সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির মোল্লা
সালথা উপজেলা যুবদল নেতা মোঃ এনায়েত হোসেন, মোঃ মনির মোল্লা
সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।