
ক্রাইম রিপোর্টার | নিউজ ডেস্ক | আমার সকাল ২৪
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
পুলিশ সূত্র জানায়, মৃত্যুর আগে তিনি মোবাইল ফোনে তার বড় মেয়েকে একটি শেষ বার্তা পাঠিয়েছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।
শফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মানসিক হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।