
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে আখাউড়া মুক্ত দিবস। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা উত্তোলন করেন প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ্ ও মো. বাহার মালদার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আখাউড়া উপজেলা শাখার আমীর মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতের আমীর মুরশিদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি দীপংকর ঘোষ নয়ন, সাধারণ সম্পাদক জিয়াউল হক খাদেমসহ আরও অনেকে আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া হানাদারমুক্ত হয়।