
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর ২০২৫, রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মজলিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় বাকাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহের মধ্যে রয়েছে—
কাঠের হাতলযুক্ত ৩৭ ইঞ্চি লম্বা ১টি রামদা
কাঠের হাতলযুক্ত ৩৪.৫ ইঞ্চি লম্বা ১টি রামদা
হাতলসহ ১৪.৫ ইঞ্চি লম্বা ১টি চাইনিজ কুড়াল
কাঠের হাতলযুক্ত ১৭ ইঞ্চি লম্বা ১টি ধারালো চাপাতি
কাঠের বাটযুক্ত ১৭.৫ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছোরা
লোহার হাতলযুক্ত ১৫.২ ইঞ্চি লম্বা ১টি ধারালো চাপাতি
রাবারের হাতলযুক্ত ১৩ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছোরা
প্লাস্টিকের হাতলযুক্ত ১৫ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছোরা
লোহার হাতলযুক্ত ১০ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছোরা
দেশীয় তৈরি ৩৬.৬ ইঞ্চি লম্বা ১টি স্লিংশট
কালো রঙের বাটযুক্ত লোহার ৩৫ ইঞ্চি লম্বা ১টি স্লিংশট
উদ্ধারকৃত সকল মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
নাম: মো. রুবেল (৩৮)
পিতা: মৃত হাজী আব্দুল আলীম
মাতা: রাজিয়া খাতুন
ঠিকানা: বড় বাকাইল (মিজান টাওয়ারের বাড়ি)
থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।