
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিদেশী সিগারেট ও মাদকদ্রব্য উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রথম অভিযানে, ২২ ডিসেম্বর ২০২৫, সকাল ৬.৪০ ঘটিকায় সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে ১ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২০ কার্টুন Mond Strawberry সিগারেট, ১৫ কার্টুন Mond Green Apple সিগারেট এবং ৪৭ কার্টুন Oris সিগারেটসহ মোট ৮২ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।
অপর অভিযানে, ওইদিন রাত ৭.৩৫ ঘটিকায় সদর থানাধীন কাউতলী এলাকা থেকে ১টি মোটরসাইকেল আটক করে তল্লাশী করা হলে ১২০০০ পিস Tapentadol ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকায় উল্লেখ করে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। ফুরকান (৪২), পিতা: মো আবু সায়েদ, মাত: শাহানা বেগম, সাং: নোয়াগাঁও, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২। সাজু মিয়া (২৪), পিতা: মৃত দুলাল মিয়া, মাত: স্বপ্না বেগম, সাং: বাউতলা, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
৩। জুয়েল (৩২), পিতা: আব্দুল আলী, মাত: রাশেদা বেগম, সাং: নারায়ণপুর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।