
ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী মামুনুর রহমান ওরফে ‘বাবা মামুন’ পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে মামুনের বাড়ির শয়ন কক্ষে থাকা আলমারির ১১টি প্যাকেট থেকে মোট ২,০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা। তিনি আরও জানান, মামুনের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড দমন করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।