
মনজুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুকুরিয়াবেড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার আয়োজন করে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মাওলা খান বাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও বক্তব্য দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রাজিব আহমেদ, সদস্য মোঃ ইমতিয়াজ হোসেন, ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে বেলকুচিতে একটি শিল্প পার্ক গড়ে তোলা হবে। এর মাধ্যমে প্রায় ১৫ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।