বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
মঞ্জুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৫২০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে এক বিঘা জমি চাষাবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ, শুভ ও মোছাব্বিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।