
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ১৫ ডিসেম্বর দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় গৃহবধূ দোলা রানী কর্মকার (৪৫), শিক্ষার্থী তিথি কর্মকার (১৯), শিক্ষার্থী দুরন্ত কর্মকার (২৪) ও মিলন কর্মকার (৫৮) আহত হন। আহতদের স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মিলন কর্মকার সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল এবং সর্বশেষ হামলার মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করেছে। মামলা দায়ের (নং-৬) করার পর থেকে প্রতিপক্ষ তাদের হয়রানির হুমকি দিচ্ছে।
হামলার পর ১৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী পরিবারের ব্যবসায়ী প্রতিষ্ঠান সীতা রাম জুয়েলার্সে চুরি সংঘটিত হয়, যার ফলে দুই লক্ষ টাকার স্বর্ণ ও ১ লক্ষ ২০ হাজার টাকার রৌপ্য চুরি হয়।
মামলায় অভিযুক্ত হিসেবে অসীম দেবনাথ, চন্দ্রকান্ত দেবনাথ, শংকরমালা, সুমিত্রা দেবনাথ, উজ্জ্বল দেবনাথ ও জয়দেব মালাকারসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। আদালত অসীম দেবনাথকে হাজতে প্রেরণ করেছেন।
বেতাগী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার দাবি করেছেন, দ্রুত ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।