
রিপোর্টার:
মোঃ মেহেদী হাসান, সালথা, ফরিদপুর
আমার সকাল ২৪
বিবরণ:
ফরিদপুরের সালথায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সু-সুস্থ্য ও নেক হায়াত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকদলের আয়োজনে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ ফরিদুর রহমান, ফরিদপুর মহানগর যুবদলের সহসভাপতি ভিপি ইউসুফ, ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাশেম মোল্যা, সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, মোঃ ফাত্তাহ্ খলিফা, সাবেক সহসাংগঠনিক সালথা উপজেলা বিএনপি, আবু সাইদ খান, ওমর ফারুক, ফরিদপুর জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সহসভাপতি শামিম খান কায়েস, সালথা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আবুল বাসার সাদ্দাম, মোঃ কামরুল ইসলাম, সালথা উপজেলা যুবদল নেতা জহুরুল ইসলাম মিলন, শাহিন মিনা, মেহেদী হাসান, সালথা ছাত্রদল সদস্য মাহামুদুর রহমান সজীব, ফরিদপুর কৃষি কলেজের সাধারণ সম্পাদক মাহিন ফকির, মশিউর খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন।