
জগতের সকল প্রাণীর হিতসুখ এবং দেশ, জাতি ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে বুদ্ধমূর্তি দান, সংঘদান ও গণপ্রবজ্যা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের বর্ণাল আর্য অরণ্য ভাবনা কুঠিরে এ গণপ্রবজ্যা প্রদান করেন কুঠিরের বিহারধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান আনন্দ ভান্তে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৪৫ জন বৌদ্ধ ধর্মাবলম্বী পুরুষ সাত দিনের জন্য গণপ্রবজ্যা গ্রহণ করেন। শনিবার থেকেই তারা কুঠিরে অবস্থান শুরু করেন। এ সময় তারা গৃহী ধর্ম ত্যাগ করে বুদ্ধের নির্দেশিত পথে ধ্যান ও সাধনার মাধ্যমে জগতের সকল প্রাণীর কল্যাণ এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা ও সাধনা করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারা মোট নয় দিনব্যাপী ধর্মীয় অনুশীলনে অংশ নেবেন।
প্রতিবছরই সকল প্রাণীর হিতসুখ, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাল আর্য অরণ্য ভাবনা কুঠিরের বিহারধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান আনন্দ ভান্তে এবং কুঠিরের উপাসক-উপাসিকাদের উদ্যোগে এ গণপ্রবজ্যা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।