মোঃ আক্তারুজ্জামান ( আক্তার)
বিরল উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের অপেক্ষায় রয়েছেন মো. জাকির হোসেন। রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবনিযুক্ত ইউএনও মো. জাকির হোসেন এর আগে পঞ্চগড় জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার ও প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৩৫তম ব্যাচের কর্মকর্তা।
বিরল উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম ও দক্ষ নেতৃত্ব নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।