
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ৩০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টিম সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়:
নাম: মোঃ আরাফাত ভূঁইয়া
পিতা: আব্দুল হালিম ভূঁইয়া
মাতা: আকলিমা খাতুন
ঠিকানা: কাশিনগর, থানা–বিজয়নগর, জেলা–ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।