
বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়: আলাল
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়।” তিনি আরও উল্লেখ করেন, দেশের বহু মানুষ বহুরূপীদের খপ্পরে পড়েছে এবং বিএনপির এখন ধৈর্য ধারণের সময়।
আলাল বলেন, তৎকালীন সরকার জামায়াতকে সুবিধা দিয়েছে। তিনি উল্লেখ করেন, জামায়াতের শীর্ষ নেতারা আগে জাসদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রলীগের মধ্যে থেকে বের হয়ে এখন প্রকাশ্যভাবে কার্যক্রম চালাচ্ছে। জামায়াত হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।
একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বানও জানান আলাল।