
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি ::
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৪ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁনপুর গ্রামের মৃত বলিয়া রবিদাসের পুত্র আনু রবিদাস (৫২) ও তার পুত্র শচিন রবিদাস (১৯)।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় আনু রবিদাসের বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ১ লিটার ও হাফ লিটার পরিমাণের ৮৮ বোতল দেশি মদ এবং ৬টি টিনের ক্যানভর্তি বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার ৮৫০ টাকা।
এ ঘটনায় বালাগঞ্জ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭)।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের সময় আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হলে তারা সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।