আরিফ হাসান গজনবী
প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামে সেনাবাহিনীর অভিযানে হিরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই ২০২৫) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রামপাল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, আদাঘাট গ্রামে মাদকের লেনদেন চলছে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ২২ গ্রাম হিরোইনসহ হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা, হিরোইন ওজন করার ডিজিটাল মেশিন, অ্যান্ড্রয়েড ফোন, মোটরসাইকেল, জাল টাকা, ব্ল্যাংক চেক ও স্বর্ণালংকারসহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লক্ষ দশ হাজার টাকা।
১. মোঃ বায়েজিদ হাসান রাব্বি (২২)
পিতা: মোঃ আশিকুজ্জামান টমাস
গ্রাম: আদাঘাট, ইউনিয়ন: গৌরম্ভা, থানা: রামপাল, জেলা: বাগেরহাট
২. রবিউল ইসলাম রাজু (৩৪)
পিতা: মোঃ জিহাদ শেখ
গ্রাম: আদাঘাট, ইউনিয়ন: গৌরম্ভা, থানা: রামপাল, জেলা: বাগেরহাট
৩. মোরসালিন শেখ (২৩)
পিতা: আবুল কালাম শেখ
গ্রাম: আদাঘাট, ইউনিয়ন: গৌরম্ভা, থানা: রামপাল, জেলা: বাগেরহাট
হিরোইন – ২২ গ্রাম
নগদ টাকা – ১,৯৯,৩৩০ টাকা
হিরোইন ওজন করার ডিজিটাল মেশিন – ১টি
অ্যান্ড্রয়েড ফোন – ৪টি
বাটন ফোন – ১টি
মোটরসাইকেল (ইয়ামাহ) – ১টি
জাল টাকা (১,০০০ টাকার একটি নোট)
ব্ল্যাংক চেক – ১টি
স্বর্ণের এক জোড়া কানের দুল (হিরোইনের পরিবর্তে রাখা হয়েছিল)
আটককৃত ব্যক্তিদের ও মালামালগুলোকে পরবর্তীতে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
প্রতিবেদক:
আরিফ হাসান গজনবী
০১৬২৩৩৫৫৮৩৮
️ ১৯ জুলাই ২০২৫