বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
আল আমিন শেখ, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রান কোম্পানির ডেইরি ফার্মে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীসহ অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের আটটি ফ্রিজিয়ান গরু এবং ১২ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয় (মামলা নং-১০, তারিখ ০৯/০৮/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি)।
পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হলে বগুড়া জেলা ডিবির একটি বিশেষ টিম ১৭ আগস্ট রাতে ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ দিদার (৩৪), পিতা- রফিজুল হক
২। মোঃ আব্দুল মান্নান মুন্না (২৩), পিতা- অহিদ, সাং-দক্ষিণ ছোট মানিক
৩। মোঃ সোহেল (২৮), পিতা- সাফিজল ব্যাপারি, সাং-লক্ষিপুর, থানা-বোরহান উদ্দিন
৪। মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা- মৃত আব্দুল হাই, সাং-সোনাপুর, থানা-তজিমুদ্দিন, ভোলা
৫। মোঃ জাফর হোসেন (৪৫), পিতা- মজিবুর রহমান মুন্জ, সাং-নিশ্চিন্তপুর, থানা-আশুলিয়া, ঢাকা
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের বিরুদ্ধে পূর্বে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ চক্রের সদস্যরা নিয়মিত বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরি করে আসছিল।
ডিবি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।